ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
হাতিয়ায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর হৃদয় (১০) নামের শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা খাল (মেঘনা সংলগ্ন খাল) থেকে নিখোঁজ ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

হৃদয় উপজেলার তমরদ্দি ইউনিয়নের এক নম্বর ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাতিয়া কোস্টগার্ডের একটি দল সন্ধ্যার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে।  

তিনি আরো জানান, সোমবার সকাল ১১টায় হাতিয়ার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দু’টি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এসময় ঘাট এলাকার হৃদয়সহ একদল শিশু লঞ্চের ছাদে খেলছিল। একপর্যায়ে এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নদীতে পড়ে নিখোঁজ হয়। এসময় নৌবাহিনী ও কোস্টগার্ডের দু’টি দল নদীতে অভিযান চালালেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরদিন সন্ধ্যায় নদী সংলগ্ন খালে শিশুটির মরদেহ পাওয়া গেলো।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।