ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শিবচরে ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
শিবচরে ১৪ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৪ জনকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।  

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে আটকদের এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান।  

শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের টিম। নদীর বিভিন্ন স্থানে মাছ ধরার অপরাধে ১৫ জেলেকে এসময় আটক করা হয়।  

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান বলেন, গতকাল সন্ধ্যায় আটক ১৫ জেলের মধ্যে ১৪ জনকে সাতদিন করে সাজা দেওয়া হয়েছে। পদ্মানদীতে ২৪ ঘণ্টাই আমাদের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ