ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পূর্ব-শত্রুতার জেরে কৃষকের ৩০০ কলাগাছ কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
পূর্ব-শত্রুতার জেরে কৃষকের ৩০০ কলাগাছ কর্তন

মেহেরপুর: মেহেরপুর জেলার গাংনী উপজেলায় পূর্ব-শত্রুতার জের ধরে এক কৃষকের প্রায় ৩শটি কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় ওই উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের বালুর খাদ নামক মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।



ভুক্তভোগী কৃষক হাবিব উদ্দিন জানান, তার দেড় বিঘা জমির প্রায় ৩শটি কলাগাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বাংলানিউজকে জানান, ভুক্তভোগী কৃষক এখনো থানায় অভিযোগ করেননি, অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।