ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
শেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: বাংলানিউজ

শেরপুর: শেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জাতীয় সংসদের হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

রোববার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের শহীদ সড়কের পাশে শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরটি স্থাপন করা হয়।

 

এ সময় শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সব মুক্তিযোদ্ধারা, সহকারী কমিশনার (ভূমি) শেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, সাদিয়া রহমান অপিসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে ২ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৫৭০ টাকা ব্যয়ে নির্মিত তিনতলা বিশিষ্ট্য ভবনের দু’টি তলায় ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। ভবনের নির্মাণ কাজ ২০২১ সালের ৯ মার্চ শেষ হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।