ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যমুনায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড়

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
যমুনায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড় যুমনায় ধরা পড়া বাঘাইড় মাছটি। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইড় মাছ।

রোববার (০১ নভেম্বর) দুপুরে মেলান্দহের মাহমুদপুর বাজারের বটতলায় রাখা মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে যমুনা নদীর দলগের চর এলাকায় কাদের ব্যাপারী নামে এক জেলের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। মাছটি হানিফ ও মোতাহার নামে দুই মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।
বাঘাইড় মাছ দেখতে উৎসুক জনতা ভিড়।  ছবি: বাংলানিউজ
মাছ ব্যবসায়ী হানিফ ও মোতাহার বাংলানিউজকে জানান, শনিবার দিনগত রাতে জেলে কাদের ব্যাপারীর জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে সকালে মাহমুদপুর বাজারে মাছটি বিক্রি করতে নিয়ে এলে তারা কিনে নেন। বর্তমানে মাছটিকে তারা কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে দরে বিক্রি করবেন বলে ভাবছেন। অথবা এখানে ক্রেতা না পেলে জামালপুর সদর বাজারে মাছটি নিয়ে যাবেন তারা। এরই মধ্যে মাছটির দাম ২৫ হাজার টাকা উঠেছে। তবে তারা মাছটি ২৯ হাজার টাকাই বিক্রি করবেন বলে জানান।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।