ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশে পুনরায় অনলাইনে খাজনা নেওয়া শুরু হবে: ভূমিমন্ত্রী

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
দেশে পুনরায় অনলাইনে খাজনা নেওয়া শুরু হবে: ভূমিমন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আগামী ২০২১ সালের জুলাই মাস থেকে সারাদেশে পুনরায় অনলাইনে খাজনা নেওয়া শুরু হবে। ক্ষমতা যার কাছেই থাকুক মানুষ যেন ঠিকমত সেবা পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

রোববার (০১ নভেম্বর) দুপুরে সাভারের সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআইএ) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কর্মকর্তাদের ১২তম সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে কেউ সরকারি জমি দখল করতে পারবে না, যদি কেউ দখল করে বা করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভূমি ব্যবস্থাপনায় কোনো দুর্নীতি নেই। দেশে আটটি জেলায় নয়টি উপজেলায় অনলাইনে মানুষ খাজনা দিচ্ছে স্বাচ্ছন্দে।

সাইফুজ্জামান বলেন, দেশে নারী নির্যাতন বেড়ে গেছে এটা দুঃখজনক, বিএনপি অপরাধীদের গ্রেফতারের বিষয়ে সহযোগিতা না করে তাদের উস্কে দিচ্ছে তারা অপরাধীদের নিয়ে গেম খেলছেন। বাংলাদেশ একটি জনবহুল দেশ তারপরেও বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। অন্যায় করে কেউ পার পাবে না। বর্তমান সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না সবাইকে আইনের আওতায় আসতে হবে।   ৪২ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিসিএস এর চারটি ক্যাটাগরির ৪৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক এটি এম নাসির মিয়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালক তসলীমুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপাসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।