ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

অক্টোবরে ৬৪ কোটি টাকার চোরাচালান-মাদক জব্দ বিজিবির

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
অক্টোবরে ৬৪ কোটি টাকার চোরাচালান-মাদক জব্দ বিজিবির বিজিবির লোগো

ঢাকা: অক্টোবর মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৪ কোটি ৯৫ লাখ ১৮ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রোববার (১ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- নয় লাখ তিন হাজার ২৮৯ পিস ইয়াবা, ৫৪ হাজার ৫৮৮ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৩৮৬ বোতল বিদেশি মদ, ৩৮৫ ক্যান বিয়ার, এক হাজার ৪৮৭ কেজি গাঁজা, ৪৩০ গ্রাম হেরোইন, ১২ হাজার ৮৩৭টি উত্তেজক ইনজেকশন, চার হাজার ৮৮৮টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট ও এক লাখ ৪৪ হাজার ৯৮০টি অন্য ট্যাবলেট।  

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৬ কেজি ৫৮২ গ্রাম স্বর্ণ, ১৫ কেজি ৪৬৫ গ্রাম রূপা, একটি কষ্টি পাথরের মূর্তি, এক হাজার ৯০৫টি ইমিটেশনের গহনা, ৪৫ হাজার ৭৭৭টি কসমেটিক্স সামগ্রী, তিন হাজার ৪৬৯টি শাড়ি, ৩৭৯টি থ্রিপিস ও শার্টপিস, তিন হাজার ৪৯টি তৈরি পোশাক, পাঁচ হাজার ১৫৫ ঘনফুট কাঠ, চার হাজার ২৮৬ কেজি চা পাতা, ১৬ হাজার ৯০০ কেজি কয়লা, পাঁচটি ট্রাক, ছয়টি প্রাইভেটকার, পাঁচটি পিকআপ ভ্যান, ৩১টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা ও ৯২টি মোটরসাইকেল।  

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ছয়টি পিস্তল, আটটি একনলা বন্দুক, একটি ম্যাগাজিন ও ৪০ রাউন্ড গুলি।  

এছাড়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩৬৩ জন চোরাকারবারিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ২৫০ জন বাংলাদেশি নাগরিক ও সাতজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।