ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মার নাব্যতা রক্ষার দাবিতে ডিসির কার্যালয় ঘেরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
পদ্মার নাব্যতা রক্ষার দাবিতে ডিসির কার্যালয় ঘেরাও

রাজশাহী: পদ্মার নাব্যতা রক্ষা করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগরের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

পরে তারা জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে একটি স্মারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এ স্মারকলিপি গ্রহণ করেন। এতে ১৮ দফা দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, রাজশাহীর ইতিহাস-ঐতিহ্য, আবহাওয়া-প্রকৃতি, অর্থনীতিসহ সমস্ত কিছুতেই জড়িয়ে আছে পদ্মা। কিন্তু অবৈধ দখল, বালু উত্তোলন এখন পদ্মার গতিপথ বদলে দিচ্ছে। হুমকির মুখে পড়ছে শহর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় পদ্মার নাব্যতাও হারিয়েছে। প্রতিবেশী দেশ ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে পদ্মার পানি প্রবাহ কমেছে। শুকিয়ে যাচ্ছে পদ্মার শাখা নদী এবং খাল-বিলগুলো। উত্তরাঞ্চলে মরুকরণ হচ্ছে। এ অবস্থায় পদ্মার নাব্যতা রক্ষা জরুরি।

স্মারকলিপিতে অবৈধ দখলদারদের হাত থেকে পদ্মা ও এর শাখা নদীগুলোকে উদ্ধার, নদী থেকে বালু উত্তোলনের নীতিমালা প্রণয়ন, রাজশাহী শহর রক্ষা বাঁধের ১৯টি স্লুইস গেট সব সময় খোলা রাখা, হারিয়ে যাওয়া পদ্মার শাখা নদীগুলোকে পুনরুদ্ধার, ১৮৯৭ সালে খনন করা ‘নারদ’ খাল ও ‘বৈরাগী’ খাল পুনসংস্কার করে পদ্মার সঙ্গে সংযোগ স্থাপন, হারিয়ে যাওয়া চিনারকূপ নদী পুনঃখনন এবং শহরের বর্জ্য পানি পরিশোধনের পরই বারনই নদীতে ফেলার দাবি জানানো হয়।

এছাড়া পদ্মার দূষণ রোধ, বড়াল নদীর মুখে স্লুইস গেট অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, নদীর প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের বৈরী আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া, গঙ্গার মূল প্রবাহ পদ্মায়ও নিশ্চিত করা, পদ্মার পানির প্রবাহ জনসম্মুখে প্রকাশ করা, উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়ন, ভূ-গর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। এতে বক্তব্য রাখেন মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।