ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
সুন্দরগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে ববিতা রাণী সূর্য্য (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ববিতা রাণী ওই গ্রামের অজিৎ চন্দ্র বর্মণের স্ত্রী। তার বাড়ি একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার জুমদীয়া ইউনিয়নের ডুমুরগাছা গ্রামে।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, দাম্পত্য কলোহের জের ধরে শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাতের কোনো এক সময় স্বামীসহ পরিবারের সদস্যরা ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা।

সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে ওই গৃহবধূর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।