ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক পেলেন গোপালগঞ্জের সাংবাদিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক পেলেন গোপালগঞ্জের সাংবাদিকরা

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।  

এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে জেলার মুকসুদপুর উপজেলা পরিষদের ফারুখ খান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, তথ্য মন্ত্রণালয় ও মুকসুদপুর প্রেসক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুখ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪২ জন সাংবাদিকের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া সহায়তার চেক তুলে দেন। প্রত্যেক সাংবাদিককে এসময় ১০ হাজার টাকার চেক দেওয়া হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, পাক্ষিক মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন ও মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুজ্জাদ হোসেন লিটু।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।