ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত, আহত ২ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রলারের ধাক্কায় জেলে নিহত, আহত ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে ট্রলারের ধাক্কায় খুরশিদ (৬৩) নামে জেলে নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও দু’জন। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, শনিবার ভোরে খুরশিদ ও তার সঙ্গের আরও দুজন ছোট নৌকা দিয়া নদীতে মাছ ধরা শেষে এক পাশে রেখে খুরশিদ নামাজের জন্য ওযু করছিলেন। বাকিরা নৌকাতে বসা ছিলেন। তখন শিপন, আলামিন, সোহেল, ইকবাল ইসাকুল এর ৫ জনের মালিকানাধীন  একটি মাছ ধরার বড় ট্রলার নৌকাটিকে ধাক্কা দিলে নৌকায় থাকা ৩ জনই নদীতে পড়ে যান এবং খুরশিদের মাথায় চাপ লাগে।

তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।

আহতরা হলেন- শাহজাহান ও তার ছেলে সিরাজ। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এই ব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খাগকান্দা নৌ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।