ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় ২০ দিনে ৫২০ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
ভোলায় ২০ দিনে ৫২০ জেলের জেল-জরিমানা ফাইল ফটো

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ভোলায় ২০ দিনে ৩২৪ জেলেকে কারাদণ্ড ও  ১১৭জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৪ অক্টোবর থেকে সোমবার (২ নভেম্বর) পর্যন্ত ২০ দিনে এ জেল-জরিমানা করেন আদালত।

জেলা মৎস্য অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০ দিনের জেলার সাত উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ৩০৬ টি অভিযান পরিচালিত হয়েছে। এতে ৫২০ জেলকে জেল-জরিমানা ছাড়াও ৯ লাখ ৮ হাজার মিটার কারেন্ট জাল ও ১ দশমিক ৭০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩ টি অভিযানে ৬ জেলকে জরিমানা করে তা আদায় করা হয়েছে।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, এ বছর ইলিশের অভিযান শতভাগ সফল হয়েছে। যে কারণে ইলিশ উৎপাদনের লক্ষমাত্রা অর্জিত হবে বলে আমরা মনে করছি।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।