ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ৫ কিলোমিটার যানজট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।  

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে এ যানজটের সূত্রপাত ঘটে।

ধীরে ধীরে তা কড্ডার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। যানজটের কারণে ঢাকামুখী লেনে যাত্রীবাহী শত শত বাস দাঁড়িয়ে রয়েছে।

ভুক্তভোগী বাসযাত্রী ও স্থানীয়রা জানান, সেতুর গোলচত্বর এলাকায় রাস্তার ওপর একটি গাড়ি নষ্ট হওয়ার পর যানজট সৃষ্টি হয়। এ অবস্থায় গোলচত্বর এলাকায় বাস দাঁড় করিয়ে পুলিশ যাত্রীদের মুখে মাস্ক আছে কিনা, সেটা চেক করছে। বাস চেকিংয়ের কারণে কিছুটা সময় লাগায় যানজটের তীব্রতা বাড়ছে।  

এর আগে ভোর ৪টার দিকেও এক দফা যানজট সৃষ্টি হয়েছিল বলে জানান সেতুর টোল প্লাজার দায়িত্বে থাকা আব্দুল হালিম।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বাংলানিউজকে বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী আমরা যাত্রীদের মুখে মাস্ক চেক করছি। মাস্কবিহীন যাত্রীকে মাস্ক পড়িয়ে দিচ্ছি। এ কারণে কিছুটা সময়ক্ষেপণ হচ্ছে। এছাড়া একটি বাস বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় বিকল হয়ে পড়ায় যানজটের তীব্রতা বেড়ে গেছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।