ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কে পাহাড় ধস, যান চলাচল বন্ধ পাহাড় ধস। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা-দীঘিনালা সংযোগ সড়কে পাহাড় ধসে পড়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা জানা গেছে, বুধবার সকালে ওই সংযোগ সড়কে পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে যান চলাচল বন্ধ রয়েছে।  

স্থানীয়রা বলছেন, বৃষ্টিপাত হওয়ার কারণে পুরো এক মাস ধরে মারিশ্যা- দীঘিনালা সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটছে এবং সড়ক যোগাযোগ বিছিন্ন হচ্ছে। এজন্য তারা সড়ক যোগাযোগ উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।  

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শরিফুল ইসলাম বলেন, খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নিতে খাগড়াছড়ি সড়ক বিভাগকে জানানো হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।