ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
টঙ্গীতে দেয়ালচাপায় শ্রমিকের মৃত্যু

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় দেয়ালচাপায় মিজানুর রহমান (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান কুড়িগ্রামের বুড়িঙ্গামারি থানার মুক্তি বাজার এলাকার হবি মোল্লার ছেলে।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেন বাংলানিউজকে জানান, পুরাতন বাড়ি/ভবন ভাঙার কাজ করতেন মিজানুর রহমান। প্রতিদিনের মতো সকালে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি বাড়ি ভাঙার কাজে যান তিনি। কাজের একপর্যায়ে ওই বাড়ির একটি দেয়াল তার উপরে পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।