ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে জিআর মামলায় বাদশা মল্লিক কারাগারে 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
বেনাপোলে জিআর মামলায় বাদশা মল্লিক কারাগারে 

যশোর: ঢাকার শেরে বাংলা নগর থানায় করা একটি জিআর মামলায় বেনাপোল সীমান্তের মাদক সম্রাট হিসেবে পরিচিত বাদশা মল্লিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এরপর বুধবার (০৪ নভেম্বর) তাকে যশোর আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৫ সেপ্টেম্বর রঘুনাথপুর সীমান্ত থেকে ১১টি বিদেশি পিস্তল, ২২টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ১৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। এসময় বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে জানায় যে আটক আসামিদের তথ্য মতে এ অস্ত্র ও মাদকের চালানটি বাদশা মল্লিকের।  

এদিকে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় দুই যুগ ধরে বেনাপোল সীমান্তজুড়ে মাদকের রাজত্ব গড়ে তুলেছেন বাদশা। বড় বড় মাদকের চালান তার হাত দিয়ে ঢোকে দেশে। তবে এতো বড় একজন মাদক কারবারি হলেও সব সময় তিনি ধরা ছোঁয়ার বাইরেই ছিলেন। বছর দশেক আগে একবার পুলিশ তাকে আটক করলেও বিভিন্ন তদবিরে অবশেষে ছেড়ে দিতে বাধ্য হয়।

প্রাণের ভয়ে স্থানীয় কোনো সংবাদকর্মীও বাদশার বিরুদ্ধে লিখতে সাহস পান না। সম্প্রতি দেশে যেসব শীর্ষ মাদক কারবারিদের তালিকা হয়, সেখানে বাদশাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। এসময় তিনি সীমান্ত পথে পালিয়ে যান ভারতে। পরে আবার সব মহলকে ম্যানেজ করে ফিরে আসেন এলাকায়।  

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বাদশার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।