ঢাকা, শনিবার, ২৭ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দরিদ্রদের অধিকারের প্রতি শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২০
দরিদ্রদের অধিকারের প্রতি শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান ...

ঢাকা: পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর অধিকারের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে স্পিকার অনলাইনে যুক্ত হয়ে এ আহ্বান জানান।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা সৌভাগ্যবান, কেননা এখনো অনেকে এ সুযোগ থেকে বঞ্চিত। এসময় পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর অধিকারের প্রতি সম্মান দেখিয়ে যথাযথ দায়িত্ব পালনে শিক্ষার্থীদের সচেষ্ট থাকতে হবে।

‘বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের অল্প সুযোগ তৈরি করে দিলেই তারা মেধার বিকাশ ঘটাতে পারে এবং বিশ্বের যেকোনো প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে। বিশ্বায়নের যুগে তীব্র প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে জ্ঞানচর্চা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সময়কে যথাযথ ব্যবহার করতে হবে। নবীন বরণের সময় থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের সাথে বিশ্ববিদ্যালয়ের মান সম্পর্কিত। ’

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ ফ ম মফিজুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দিন আহমেদ ও উপদেষ্টা আ ন ম মিশকাত উদ্দিনও বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২০
এসকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।