ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার সহায়তা দক্ষিণ কোরিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন ডলার সহায়তা দক্ষিণ কোরিয়ার

ঢাকা: রোহিঙ্গাদের জন্য দেড় মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) এ অর্থ সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

রোববার (১৫ নভেম্বর) ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোরিয়া দূতাবাস জানায়, ২০১৭ সালে থেকে সংকট শুরুর পর রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে। ২০১৭ থেকে ২০২০ সাল পর‌্যন্ত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরকে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

রোহিঙ্গাদের জন্য চলতি বছর ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। যার মধ্যে যৌথ সাড়াদান কর্মসূচির আওতায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কোরিয়া ১৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ