ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ‘কষ্টি পাথর’ সদৃশ মূর্তিসহ আটক ৬ 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আশুলিয়ায় ‘কষ্টি পাথর’ সদৃশ মূর্তিসহ আটক ৬  জব্দ কষ্টি পাথর সদৃশ মূর্তিটি

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় কষ্টি পাথর সদৃশ কালো রঙের মূর্তিসহ ছয় জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর সদস্যরা।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার।

তবে আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৪ নভেম্বর) রাতে কয়েকজন ব্যক্তি আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় কষ্টি পাথর সদৃশ একটি কালো রঙ্গের মূর্তি বিক্রির উদ্দেশ্য অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই সেখানে অভিযান চালিয়ে একটি ব্যাগের ভেতরে রাখা মূর্তিটিসহ হাতেনাতে ছয় জনকে আটক করা হয়।  

এএইচএম আদনান তফাদার জানান, মূর্তিটি কষ্টি পাথরের কি-না তা এখনো নিশ্চিত নয়। তবে বিষয়টি আদালত থেকে নিশ্চিত করা হবে। আটক ছয় জনের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে আশুলিয়া থানা হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ