ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দেশের প্রথম রেল স্টেশনে নানা আয়োজনে রেল দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
দেশের প্রথম রেল স্টেশনে নানা আয়োজনে রেল দিবস পালন দেশের প্রথম রেল স্টেশন নানা আয়োজনে রেল দিবস পালন। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: দেশের প্রথম রেল স্টেশন কুষ্টিয়ার জগতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে রেল দিবস পালন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার জগতি স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসময় কেক কাটা, বেলুন ও পায়রা ওড়ানোসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় প্রকৌশলী বীরবল মন্ডলের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেলওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, আশিষ কুমার মন্ডল (লোকো), পাকশি বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত। এসময় রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৮৬২ সালের ১৫ নভেম্বর ব্রিটিশ ভারতের রানাঘাট থেকে তৎকালিন পূর্ববঙ্গের কুষ্টিয়ার জগতি স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। এটিই এদেশের প্রথম রেল স্টেশন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ