ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীর পুলিশ সুপার করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
নরসিংদীর পুলিশ সুপার করোনায় আক্রান্ত এসপি প্রলয় কুমার জোয়ারদার

নরসিংদী: নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার (১৫ নভেম্ববর) বিকেলে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।


 
তিনি জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় শনিবার (১৩ নভেম্বর) এসপি প্রলয় কুমার জোয়ারদারের নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে তা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) ল্যাবে পাঠানো হয়। ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন।

জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার বাংলানিউজক জানান, সুস্থতার জন্য নরসিংদী সবার কাছে দোয়া চেয়েছেন এসপি প্রলয় কুমার জোয়ারদার।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনিবার পরীক্ষার জন্য ২৪ জনের নমুনা পাঠানো হয়। এতে এসপিসহ মোট ৫ জনের করোনা পজিটিভি শনাক্ত হয়েছে।  

এ নিয়ে জেলাটিতে করোনা পজিটিভ মোট রোগী আছেন ২ হাজার ৫৩৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৪৭১ জন, শিবপুরে ২৬১ জন, পলাশে ২৯৪ জন, মনোহরদীতে ১৮১ জন, বেলাবোতে ১৫০ জন ও রায়পুরা উপজেলায় ১৭৭ জন।  

আইসোলেশনমুক্ত ২ হাজার ৪২৭ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯ জন ও হোম আইসোলেশন ৯৬ জন। মোট মৃতের সংখ্যা ৪৫ জন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ