ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মামা বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
মামা বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারী: মামা বাড়ি যাওয়ার পথে ট্রাক্টরের ধাক্কায় সাথী রাণী (১৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।  

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাথী রাণী চিরিরবন্দর উপজেলার ভিয়েল ইউনিয়নের দূর্গাডাঙ্গা উচ্চ বিদ্যলয়ের দশম শ্রেণির ছাত্রী। সে একই গ্রামের মনিন্দ্র নাথ রায়ের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে সাথী সাইকেলে করে দূর্গাডাঙ্গায় তার মামা বাড়ি যাচ্ছিল।  পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর সাইকেলটিকে ধাক্কা দিলে সাথী রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর.রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ