ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেন্দিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
মেহেন্দিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে আওয়ামী লীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার পর উলানিয়া বাজার সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ বাঁধে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী আবদুল হালিম চৌধুরী মিলনের সমর্থক ও সতন্ত্র প্রার্থী রুমা বেগমের সমর্থকরা মনোনয়ন দেওয়ার পর ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে উভয় গ্রুপ মখোমুখি হলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় গ্রুপের ৮/১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সোমবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ