ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আক্কাস আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

 

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস ওই গ্রামের মৃত মারাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, মহিষবেড় গ্রামের টুক্কা বাড়ির হোসেন ক্বারীবাড়ির রুহুল আমীনের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংষর্ষে উভয়পক্ষে অন্তত ১০ আহত হন। গুরুতর আহত অবস্থায় আক্কাস আলীকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।  

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ