ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চৌধুরীর বাড়ির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটে।

 

আহত ২০ জনের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- ইয়াকুব আলী (৩০), তোরাব আলী (৪০), নোয়াজ আলী (৪৫), বাবুল মিয়া (১৯), আশিক মিয়া (৩৭), অন্তর আলী (১৫), গোলাম আলী (৩৫), হুমায়ুন (২৫), তানিয়া (২৫)।

স্থানীয়রা জানান, সকালে গ্রামে বিলের পাড়ে শিশু-কিশোররা খেলা করছিল। খেলায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় সেখানে উপস্থিত উত্তরপাড়া চৌধুরী বাড়ির তোরাব আলীর স্ত্রী আরজিনা খাতুন (৩৫) দক্ষিণপাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়াকে নাম ধরে গালি দেন। জামাল উপস্থিত না থাকলেও তার বাড়ির কয়েকজন নারী সেখানে ছিল। জামালকে ওই নারীরা বাড়িতে গিয়ে আরজিনার গালি দেওয়ার কথাটি জানান। এরই জেরে দক্ষিণ চৌধুরী বাড়ির জামালের লোকজন হামলা করে উত্তরপাড়া চৌধুরী বাড়ির লোকজনের ওপর। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ