ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
উজিরপুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে বালুবাহী ট্রলির চাপায় পারুল বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ডহড়পারা গ্রামের কাদের হাওলাদারের স্ত্রী।

এসময় দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল-নেছারাবাদ (স্বরুপকাঠী) সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পারুল বেগম ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে পাশের দোকানে ঢুকে যায়। এতে ট্রলির চালক, হেলপার এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় পানির শিকদার আহসানসহ চারজন আহত হন।

ঘটনার পরপরই উজিরপুর পুলিশের উপ-পরিদর্শক রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

তিনি জানান, হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারুল বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া অন্য আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমএস/এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ