ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কর্মবিরতিতে খুলনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
কর্মবিরতিতে খুলনা জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীরা

খুলনা: পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে কর্মবিরতি পালন করেছেন খুলনা জেলা ও উপজেলা প্রশাসনের অধীন তৃতীয় শ্রেণির কর্মচারীরা।

সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় ভবনে এ অবস্থান কর্মসূচি পালন করেন জেলা প্রশাসনের কর্মচারীরা।

প্রশাসনিক কর্মকর্তা আনোয়ারা বেগম সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতির কেন্দ্রীয় সভাপতি লিটন হালদার, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিটির সভাপতি খান আনিসুজ্জামান, সহ-সভাপতি কাজী মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ হাসান চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আলিমুল কবির, সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য মোতালেব হোসেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিটির সদস্য অনুপ কুমার মন্ডল, মো. শামীম হোসেন, সাহিদুল হাফিজ বাসেত, চন্দন বিশ্বাস, শেখ মো. নাজমুল হুদা।

বক্তারা বলেন, বারবার আশ্বাস দিলেও পদবি পরিবর্তনের দীর্ঘ দিনেও দাবি বাস্তবায়নের আলোর মুখ দেখেনি। ২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন তা আজও বাস্তবায়ন হয়নি। যে কারণে জেলা প্রশাসনের সব তৃতীয় শ্রেণির কর্মচারীরা এ আন্দোলনে নেমেছে। রোববার থেকে শুরু হওয়া এ কর্মবিরতী চলবে আগামী ৩০ নভেম্বর (সোমবার)পর্যন্ত।

বক্তারা তৃতীয় শ্রেণির কর্মচারীদের এ যৌক্তিক আন্দোলন মেনে নেওয়ার জন্য আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ