ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাস্ক-হেলমেট না পরায় মুন্সিগঞ্জে ১৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
মাস্ক-হেলমেট না পরায় মুন্সিগঞ্জে ১৫ জনকে জরিমানা ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মাস্ক ও হেলমেট না পরায় মুন্সিগঞ্জের সদরে অভিযান চালিয়ে ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।

নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।

তিনি জানান, হেলমেট ব্যবহার না করে মোটরসাইকেল চালানো দায়ে পাঁচ জনকে সাড়ে তিন হাজার ও মাস্ক না পরে জনসম্মুখে বের হওয়ায় ১০ জনকে এক হাজারসহ মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ