ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শওকত আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত শওকত আলী ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন জাতীয় বীর, সাবেক ডেপুটি স্পিকার, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি কর্নেল (অব) শওকত আলী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে শহীদ মিনারে জাতির এই বীর সন্তানের প্রতি সর্বস্তরের জনগণ ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন।

এরআগে, বিকেল ৪টায় শওকত আলীর মরদেহ শহীদ মিনারে আনা হয়। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়।  

গার্ড অব অনার শেষে শওকত আলীর মরদেহে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকার।  

এরপর পর্যায়ক্রমে আওয়ামী লীগ, জাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মহিলা পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ইমারত শ্রমিক ইউনিয়ন, জাতীয় কবিতা পরিষদ, ঐক্য ন্যাপ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঘাতক দালাল নির্মূল কমিটিসহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

বিভিন্ন সংগঠন ছাড়াও ব্যক্তিগতভাবেও অনেকেই শওকত আলীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।  

শ্রদ্ধা নিবেদন শেষে শওকত আলীর মরদেহ নামাজে জানাজার জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ