ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বালু উত্তোলনের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
সিলেটে বালু উত্তোলনের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেট: সিলেটে নদী থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের অভিযোগে আট জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সিলেট সদর উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের এ সাজা দেওয়া হয়।

সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শবনম ফারিহা। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি বাল্কহেড ড্রেজারসহ বালু বহনকারী দুইটি কার্গো ট্রলার অপসারণ করা হয়।

স্থানীয়রা জানায়, সিলেট সদর উপজেলার চেঙ্গেরখাল নদী থেকে একাধিক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ পন্থায় বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরে ভাঙন সৃষ্টি হয়। খবর পেয়ে সোমবার অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ