ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
খুলনায় অধ্যক্ষকে কুপিয়ে জখম

খুলনা: পূর্বশত্রুতার জেরে খুলনার তেরখাদা উপজেলার হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরকে (৪৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, হাঁড়িখালী কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত বা আটক করা সম্ভব হয়নি। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে কলেজের পাশের মসজিদের সামনে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জের ধরে অধ্যক্ষ আব্দুল কাদেরের শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ