ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজার বাজার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
আড়াইহাজার বাজার যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজার এলাকার যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মো. উজ্জল হোসনের নেতৃত্বে চলে এই অভিযান।

অভিযানের সময় বাজারের ফুটপাত, দোকানের বর্ধিত অংশ কেটে ফেলা হয় এবং দোকানিদের সতর্ক করা হয়।

এসময় বাজারের মিকাইল ট্রেডার্সে সারের দাম বেশি রাখায় ৩০ হাজার টাকা এবং টিটুর মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা ইউএনও মো. সোহাগ হোসেন জানান, বাজারের যানজটের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই এই অভিযান। বুধবারের মধ্যে যদি কোনো দোকানে বর্ধিত অংশ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ