ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার দায়ে দুই জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
ভুয়া মেজর পরিচয়ে প্রতারণার দায়ে দুই জন আটক আটকদের কাছ থেকে জব্দ করা কাগজপত্র। ছবি: বাংলানিউজ

স্টাফ করেসপন্ডেন্টরাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগ। আটকরা হলেন- ইউনুছার রহমান (৪০) ও নাসির (৪০)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আটকের বিষয়টি জানান ডিবির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।

এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র, ৪টি ভুয়া নিয়োগপত্রের কপি, লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তার নামের সিল ও ২০টি মূল সার্টিফিকেট উদ্ধার করা হয়।

এডিসি আনিচ উদ্দীন জানান, আটকরা সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভনে ও ভুয়া নিয়োগপত্র দেখিয়ে হাছিবুল রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সোমবার (১৬ নভেম্বর) একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পেয়ে প্রাযুক্তিক সহায়তায় দারুস সালাম থানাধীন একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা বিভিন্ন জেলার যুবকদের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
পিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।