ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামে গোসল করতে গিয়ে কুমার নদে ডুবে লামিয়া খাতুন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

লামিয়া ওই উপজেলার সাধুখালী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে সাধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহসিন হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ির পাশে খেলার সাথীদের সঙ্গে কুমার নদে গোসল করতে যায় লামিয়া। সাঁতার কাটার সময় হঠাৎ সে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য সাথীরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।