ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
আশুলিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শ্যামলী (১৮) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী রিয়াজকে (২০) আটক করেছে পুলিশ।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালে পাঠানো হয়।  

এর আগে, বুধবার রাতে আশুলিয়ার ইউনিক এলাকার নুরুর বাড়িতে এ ঘটনা ঘটে।

শ্যামলী পাবনা জেলা থানার শিমুলের মেয়ে। তিনি আশুলিয়ায় স্বামী রিয়াজের পারিবারের সঙ্গে ইউনিক এলাকার নুরুর বাড়ি থেকে একটি স্কুলে পড়াশোনা করতেন।

আটক রিয়াজ শেরপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।   

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে শ্যামলীর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার পরিবার দাবি করছে শ্যামলীকে হত্যা করা হয়েছে ও স্বামীর দাবি সে আত্মহত্যা করেছে। স্বামীকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়:  ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।