ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে কালেক্টরেট সমিতির কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
নারায়ণগঞ্জে কালেক্টরেট সমিতির কর্মবিরতি নারায়ণগঞ্জে কালেক্টরেট সমিতির কর্মবিরতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষিত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীদের (গ্রেড ১১-১৬) পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কর্মবিরতির পক্ষে মিছিল ও সমাবেশ করেছে বাকাসসের সদস্যরা।

এর আগে দুপুর ১২টায় সমিতির সদস্যরা কর্মবিরতির সমর্থনে একটি মিছিল নিয়ে পুরো জেলা প্রশাসনের কার্যালয়ের আশপাশে প্রদক্ষিণ করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তারা কর্মসূচি সমাপ্ত করেন। এতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।