ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১ স্বর্ণের বারসহ আটক আশিকুর

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৪০) নামে এক চোরাচালান চক্রের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ করা বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৭৩ গ্রাম (প্রায় দেড় কেজি)।

যার সিজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা এ তথ্য জানান।  

আটক আশিকুর যশোরের ঝিকরগাছা উপজেলার উওর দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে সীমান্তের আমড়াখালী এলাকা অভিযান চালিয়ে আশিকুরকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ১ কেজি ৪৭৩ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার সিজার মূল্য ১ কোটি ৯ লাখ টাকা।

তিনি জানান, আটক আশিকুরের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।