ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ ভাস্কর্যবিরোধী ‍মুসল্লিদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ ভাস্কর্যবিরোধী ‍মুসল্লিদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে একদল মুসল্লি মিছিল বের করেন। এ সময় তারা ভাস্কর্যবিরোধী স্লোগান দেন।

পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ওই সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কয়েকজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে একদল মুসল্লি বায়তুল মোকাররমের উত্তর গেট দিয়ে বেরিয়ে যায়। মসজিদের সিঁড়িতে অবস্থান নেওয়া মুসল্লিদের সেখান থেকে চলে যেতে বলেন পুলিশের বিশেষ শাখার এক সদস্য। এ সময় তারা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণ পর তারা রাস্তায় বেরিয়ে এলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।  

অন্যদিকে মসজিদের ভেতরে অবস্থানকারী মুসল্লিরা বেলা সোয়া দুইটার দিকে সড়কে বেরিয়ে আসেন। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে পল্টনের দিকে যেতে থাকেন। পল্টন মোড়ে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

তবে এই বিক্ষোভ মিছিলে কোনো সংগঠনের ব্যানারে ছিল না।

মতিঝিল জোনের এডিসি এনামুল হক মিঠু বলেন, সভা-সমাবেশ নিষিদ্ধ। এ বিষয়ে আমরা আগে থেকে অ্যালার্ট ছিলাম। হঠাৎ করে একদল মুসল্লি বায়তুল মোকাররম থেকে শাহবাগের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল। আমরা পল্টনে ব্যরিকেড দিয়েছিলাম। তারা সেটা ভেঙে ফেলে। এরপর আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

তিনি আরও জানান, মিছিলের আয়োজক কারা তা এখনো জানা যায়নি।

গত কয়েকদিন আগে অনুমতি ছাড়া সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এমআইএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।