ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভাই-বোনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভাই-বোনের

ফেনী: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কে রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃতরা মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তাদের বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির কারণে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় তারা থাকতেন।

ওই এলাকার বাসিন্দা মো. শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান, বিকেলে মোস্তফার স্ত্রী-ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিলো মালেক। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া এগিয়ে গেলে দুইজনেই ট্রেনের নিচে কাটা পড়ে। ভাই বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম জিআরপি (রেলওয়ে) পুলিশের ওসি কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের একটি দল পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।