ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নদী রক্ষায় নৌকায় মানববন্ধন 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
নদী রক্ষায় নৌকায় মানববন্ধন  মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের নদী রক্ষায় নৌকায় মানববন্ধন করেছে নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদ।  

শনিবার (০৫ ডিসেম্বর) সকালে সাভারের বংশী নদীতে নৌকার ওপরে এ মানববন্ধন করে সংগঠনটির নেতাকর্মীরা।

 

তারা জানান, সাভারের বংশী নদী, কর্ণপাড়া খালের পাড়, ইপিজেডের ধলার বিল, নয়ারহাট বাজারের বংশী নদী ও ফুলবাড়িয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর দখল করে বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এতে করে নদীর পানি প্রবাহের গতি কমে যাওয়ায় বিভিন্ন স্থানে বর্ষার সময় জলাবদ্ধতা দেখা দিচ্ছে। এসব নদী রক্ষায় এ মানববন্ধন করা হয়েছে।  
 
এসময় উপস্থিত ছিলেন- সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার নদী ও পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল হক ও বিভিন্ন পরিবেশবিদসহ অনেকেই৷ 

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।