ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিং সেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণে ডিজিটাল মনিটরিং সেল

ঢাকা: ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের মাধ্যমে সারাদেশের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী।

রোববার (০৬ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

ভূমি সচিব বলেন, নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দুর্বলতা চিহ্নিত করে কর্মক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে সঠিক ভূমি সেবা নিশ্চিত করতে ভূমিমন্ত্রী ডিজিটাল মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন। খুব শিগগিরই এর কার্যক্রম পুরোদমে শুরু হবে।

ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনাসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার প্রধান কিংবা তাদের প্রতিনিধি ও ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।