ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুয়াশায় নৌযান বন্ধ, পদ্মাপারের অপেক্ষায় শতশত যাত্রী

ইমতিয়াজ আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২০
কুয়াশায় নৌযান বন্ধ, পদ্মাপারের অপেক্ষায় শতশত যাত্রী

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরিসহ সব নৌযান। এদিকে রাজধানী ঢাকা যেতে পদ্মাপার হতে ভোর থেকেই বাংলাবাজার ঘাটে অপেক্ষা করছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার শতশত মানুষ।

কুয়াশা কমে যাওয়ার অপেক্ষায় ঘাটের লঞ্চ ও স্পিডবোট টার্মিনালে ভিড় করছে তারা।

জানা গেছে, ভোরের দিকে কুয়াশা কম থাকায় বিভিন্ন জেলার সাধারণ যাত্রীরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘাটে আসে। সকাল পৌনে ৭টা থেকে হঠাৎ করেই কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় নৌরুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এছাড়া রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট সূত্রে জানা গেছে, সকালে কুয়াশার মাত্রা হঠাৎ করে বেড়ে গেলে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতেই লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

ঘাটে অপেক্ষামাণ যাত্রী আজিজুল হক বলেন, ভোরের দিকে তেমন কুয়াশা ছিল না। কিন্তু এর কিছুক্ষণ পরেই প্রচুর কুয়াশা পরতে থাকে। সকাল সাতটা থেকে ঘাট অপেক্ষা করছি। এরই মধ্যে অসংখ্য যাত্রীরা ঘাটে এসে ভিড় করছে। লঞ্চ, স্পিডবোট ঘাটেই যাত্রীদের প্রচণ্ড ভিড়। কুয়াশা কাটলেই নৌযানে উঠার প্রতিযোগিতা শুরু হবে। ’

এদিকে বাংলাবাজার লঞ্চঘাট সূত্র জানিয়েছে, ভোর থেকেই লঞ্চ বন্ধ রয়েছে। নৌরুটে দিক নির্ণয় সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। এদিকে যাত্রীরাও ঘাটে ভিড় করছেন। তবে কুয়াশা না কমলে নৌযান চলাচল শুরু করবে না। ’

বিআইডব্লিউটিএর লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ভোরে কুয়াশা কম থাকায় অনেক যাত্রীরা ঘাটে চলে এসেছেন। কিন্তু সকাল সাতটার দিকেই কুয়াশা বেড়ে গেছে। কুয়াশা কমলেই নৌযান চলাচল শুরু করবে। ’

সোমবার সকাল পৌনে নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।