ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
সিলেটে একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

সিলেট: সিলেটে একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত বাবলু বিশ্বাস ওরফে জাম্প বাবুলকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুল বিশ্বাস সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মৃত ক্ষিতিশ বিশ্বাসের ছেলে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) জানায়, গত ১৩ ডিসেম্বর রাতে দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের সাবেক চেয়ারম্যান ময়নুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনার সঙ্গে জড়িত বাবুলকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতার বাবুল একাধিক ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে বর্তমানে জকিগঞ্জ থানায় তিনটি, সিলেটের গোলাপগঞ্জ থানায় একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

তিনি জানান, দক্ষিণ সুরমা এলাকায় ডাকাতির ঘটনায় শনিবার বাবুল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমীন সুলতানা নীলার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।