ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিল্পের মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করা সম্ভব: দোরাইস্বামী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
শিল্পের মাধ্যমে মানুষকে সম্পৃক্ত করা সম্ভব: দোরাইস্বামী ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব স্টোরি’ শীর্ষক শিল্প প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশ ও ভারতের তরুণ শিল্পীদের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘শিল্পের মাধ্যমে মানুষকে আরও বেশি সম্পৃক্ত করতে পারেন। ’

শনিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে এক শিল্পকলা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব স্টোরি’ শীর্ষক শিল্প প্রদর্শনীর আয়োজন করে কসমস সেন্টার। সেটি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এসময় হাইকমিশনারের স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী ও কসমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান উপস্থিত ছিলেন।

এসময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও আগামী বছর বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সময়ে এ শিল্প প্রদর্শনীর অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আগামী দিনেও এমন আরও উদ্যোগ নেওয়া যেতে পারে। ’

উল্লেখ্য, কসমস সেন্টারে আগামী ২২ ফেব্রুয়ারি পর‌্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রতিদিন ২০ জন দর্শনার্থী প্রদর্শনী দেখতে পারবেন। এতে বাংলাদেশ ও ভারতের ২১ জন শিল্পীর ছবি স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।