ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
পাঁচবিবিতে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে বায়েজিদ হোসেন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার রসুলপুর গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বায়েজিদ জেলার সদর উপজেলার সৈয়দ আলী মোড় এলাকার হাফিজার রহমানের ছেলে।  

জানা গেছে, শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বায়েজিদ তার বন্ধুদের ফোন কল পেয়ে পার্শ্ববর্তী আয়মা রসুলপুর গ্রামে যান সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার দুপুরে রসুলপুর গ্রামের একটি খোলা মাঠ থেকে বায়েজিদের মরদেহ উদ্ধার হয়।

জয়পরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, হচ্ছে, বায়েজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।