ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

শিক্ষা ভবনে প্রবেশে লাগবে ‘পাস’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
শিক্ষা ভবনে প্রবেশে লাগবে ‘পাস’

ঢাকা: শিক্ষা ভবনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) প্রবেশ করতে ‘পাস’ নিতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর কারণে প্রবেশাধিকার সংরক্ষণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাউশি।

রোববার (২৭ সিম্বের) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক আদেশে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, শীত মৌসুমে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে প্রবশোধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রবেশের আগে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কর্তৃপক্ষের কাছ থেকে ‘পাস’ সংগ্রহের জন্য দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‘পাস’ অনুমোদনের জন্য [email protected] ঠিকানায় আগে থেকে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে।

আদেশের সঙ্গে একটি নমুনা ফরমও দেওয়া হয়েছে। সেখানে সাক্ষাৎকারীর নাম, কর্মস্থল, সাক্ষতের তারিখ, সাক্ষাতের উদ্দেশ/সাক্ষাৎকারী কর্মকর্তার নাম এবং সাক্ষাৎকারীর মোবাইল নম্বর উল্লেখ থাকবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।