ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পণ্যের দাম বেশি রাখায় ফার্মেসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
রাজশাহীতে পণ্যের দাম বেশি রাখায় ফার্মেসিকে জরিমানা

রাজশাহী: পণ্যের দাম বেশি রাখার দায়ে রাজশাহী মহানগরীর লক্ষীপুরের 'হক ফার্মেসি’কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরমান আলী নামের এক ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার (২৭ ডিসেম্বর) ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে শুনানি হয়।

শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

পরে আদায় করা জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারীকে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) রুবেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রুবেল আহমেদ বলেন, গত ২১ ডিসেম্বর হক ফার্মেসি থেকে ভোক্তা আরমান আলী ৩৩০ টাকায় সার্জিক্যাল সুতা কিনেন। পরে চিকিৎসকের মাধ্যমে তিনি জানতে পারেন দাম বেশি রাখা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে রোববার শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মানুযায়ী আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।