ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সেনবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
সেনবাগে গৃহবধূর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়নে রোমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর আগে সৌদি আরব প্রবাসী মোশারফের সঙ্গে মোহাম্মদপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোমানার বিয়ে হয়। তাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। গত ২-৩ বছর আগে বিদেশ চলে যান মোশারফ। পারিবারিক বিষয় নিয়ে মোশারফের বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রোমানার। ৪-৫ দিন আগে নিজের একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান রোমানা।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে নিজের ছেলেকে বাবার বাড়িতে রেখে স্বামীর বাড়িতে একা আসে রোমানা। বিকেল পার হয়ে রাত হলেও ভেতর থেকে রোমানার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ফ্লোরে রোমানার মরদেহ পড়ে থাকতে দেখে পান তারা।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জেনে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।