ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে ৬ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
কামরাঙ্গীরচরে ৬ লাখ টাকার অবৈধ পলিথিন জব্দ পলিথিনের শপিংব্যাগ

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচর এলাকায় নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিংব্যাগ উৎপাদন ও বাজারজাত করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-২। অভিযানে ছয় লাখ ২০ হাজার টাকার পলিথিনের ব্যাগ জব্দ করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দিনগত রাতে কামরাঙ্গীচরে রুনা প্লাস্টিক নামে একটি পলিথিনের শপিংব্যাগ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

তিনি বলেন, রুনা প্লাস্টিক ফ্যাক্টরি সরকার নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিনের শপিংব্যাগ উৎপাদন, আমদানি ও বাজারজাত করার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ফ্যাক্টরি থেকে আনুমানিক ছয় লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার পলিথিনের শপিংব্যাগ জব্দ করেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।