ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরের বি‌সিক ব্রিজ এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী তরুণ কান্তি সরকার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও চারজন।

 

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তরুণ কান্তি সরকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় গ্রাম্য চিকিৎসক বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, সকালে অটোরিকশায় করে জেলা শহরের দিকে আসচ্ছিলেন তরুণ কান্তি সরকার। পথে জেলা শহরের বি‌সিক ব্রিজ এলাকায় অটোরিকশাটিকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তরুণ কান্তি সরকারের মৃত্যু হয় এবং আহত হন শিশুসহ চারজন।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।